পানির অপচয় কমানোর সহজ উপায়
পানি প্রকৃতির শ্রেষ্ঠ উপহার। বিশুদ্ধ পানি আমাদের জীবন বাঁচায়। তাই আমাদের প্রতিদিনের জীবনযাপনে পানি অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার জেনে নিন যেসব সহজ উপায়ে পানির অপচয় কমাবেন।
-
পানির ট্যাপের প্রতি খেয়াল রাখুন: মুখ ধোয়া বা দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ বন্ধ রাখুন। একান্ত যদি গরম পানি পেতে ট্যাপ একটু খুলে রাখতে চান, তাহলে সেই পানি ব্রাশ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন।
-
কাপড় বা থালাবাসন পরিষ্কারে সতর্ক হন: কাপড় ধোয়া বা থালাবাসন পরিষ্কারের মেশিন এখন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। পুরোপুরি ভর্তি না হওয়া অবধি এ সব মেশিন ব্যবহার থেকে বিরত থাকুন।
-
অপ্রয়োজনে ফ্লাশ নয়: অনেকেই যখন-তখন টয়লেট ফ্লাশ করে থাকেন। এতে প্রচুর পানি অপচয় হয়। তাই একান্ত প্রয়োজন না হলে ফ্লাশ করা থেকে বিরত থাকুন।
-
পুকুরে ময়লা ফেলা নয়: বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সুযোগ পেলেই পুকুর বা খালে ময়লা ফেলে। এতে করে পানি দূষিত হয়।
-
পানির পাইপের দিকে নজর দিন: অনেক সময় পানির পাইপে থাকা বিভিন্ন জোড়া হালকা হয়ে চুইয়ে চুইয়ে পানি বাইরে পরে যায়। একটু সতর্ক হলেই এভাবে পানির অপচয় রোধ করা যায়।
-
গোসলের সময় অপচয় নয়: বাথরুমে থাকা গতানুগতিক বা পুরনো পানির ঝরনাগুলো সরিয়ে ফেলুন। বর্তমানে বাজারে পানি সাশ্রয়কারী ঝরনা পাওয়া যায়। সেগুলো ব্যবহারের মাধ্যমে ২০ থেকে ৬০ শতাংশ পানির অপচয় রোধ সম্ভব।
-
পানি কখনো ফেলে দেবেন না: পানি পান করার পর যদি গøাসের তলায় খানিকটা পানি থেকে যায়, তাহলে তা ফেলে দেবেন না। সেটুকু আপনার গাছের গোড়ায় ঢালতে পারেন কিংবা চায়ের কেটলিতে জমাতে পারেন।