আলু থেকেই পাবেন গোলাপ ফুল
গোলাপ ফুল পছন্দ করেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে। গোলাপ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে গোলাপ চাষ করতে চান। তাদের জন্য রয়েছে আলু থেকে সহজে গোলাপ চাষের পদ্ধতি।
-
প্রথমে একটি সবুজ গোলাপ কাণ্ড বেছে নিন। যেটা কিছুদিন বেঁচে থাকবে এমন তাজা কাণ্ড বাছাই করে নিন।
-
ছুরি দিয়ে কাণ্ডের বাড়তি পাতা গুলো সাবধানে কেটে ফেলুন। সাবধানে, যাতে মূল কাণ্ডের কোনো ক্ষতি না হয়।
-
তারপর আলুর মধ্যে ছুরি দিয়ে একটি ছিদ্র করুন। যার মধ্যে গোলাপের কাণ্ডটি খুব সহজেই ঢুকে যেতে পারে। প্রয়োজনে একটু বড়ও করতে পারেন।
-
এবার সাবধানে গোলাপের কাণ্ডটি আলুর মধ্যে প্রবেশ করান। সাবধানে করবেন, যাতে কাণ্ড বেঁকে বা ভেঙ্গে না যায়।
-
আপনার সুবিধার জন্যে ড্রিল দিয়েও ছিদ্র করে নিতে পারেন।
-
এবারে আলুগুলোকে পাত্রের মধ্যে বসিয়ে দিন।
-
প্লাস্টিক বোতলের নিচের অংশটি কেটে ফেলুন কাটা হয়ে গেলে বোতলের ওপরের অংশ গোলাপের কাণ্ডের ওপরে বসিয়ে দিন।
-
এক সপ্তাহ মত অপেক্ষা করুন। নিশ্চয়ই পজেটিভ রেজাল্ট পাবেন।