বিলুপ্তির পথ থেকে ফিরে আসা প্রাণিরা
বিলুপ্তির পথ থেকে ফিরে এসেছে যেসব প্রাণি, তাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম।
-
ক্রিস্টেড জিকো : হারিয়ে যাওয়া এই প্রাণিটির আবার বংশবৃদ্ধি হচ্ছে। এটি পরিবেশবিদদের কাছে সুখের খবর।
-
নিউ গায়ানার বড় কানওয়ালা বাঁদুড় : বিরল প্রজাতির এই প্রাণি পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছিল।
-
জাভান এলিফ্যান্ট : এই প্রজাতির হাতি হারিয়ে যাচ্ছে এই খবরে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ বিজ্ঞানীরা চিন্তিত ছিলেন।
-
বারমুডা পেট্রেল : বারমুডা পেট্রেল নামের এই বিরল প্রজাতির পাখিটি বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে আবার দেখা যাচ্ছে।
-
লা পালমা জায়ান্ট লিজার্ড : এই প্রজাতির প্রাণিও বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে।