অদ্ভুত কিছু ফুল
পৃথিবীর সব মানুষই কম বেশি ফুল ভালোবাসেন। পরিচিত ফুলের বাইরেও রয়েছে অনেক রকমের অদ্ভুত ফুল। এমন কিছু অদ্ভুত ফুল নিয়ে সাজানো হয়েছে আজকের অ্যালাবাম।
-
নেকেড ম্যান অর্কিড: এই অর্কিড জাতীয় ফুলগুলোকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখা যায়। এটি দেখতে নগ্ন মানুষের মতো।
-
ব্যালেরিনা অর্কিড: এই ফুলটি দেখে পুতুলের মত। অস্ট্রেলিয়ার বিভিন্ন দ্বীপে এদের দেখতে পাওয়া যায়।ব্লিডিং হার্ট: সাইবেরিয়া, উত্তর চিন, কোরিয়া ও জাপানে হৃদয়ের আকারের অদ্ভুত সুন্দর এই ফুলগুলো দেখতে পাওয়া যায়।
-
মাঙ্কি অর্কিড: এই ফুলটির ভাল নাম ড্রাকুলা সিমিয়া। এটি বিরল প্রজাতির অর্কিড। এটি দেখতে বানরের মত, তাই ফুলটিকে মাঙ্কি অর্কিড বলা হয়ে থাকে।
-
ডাভ অর্কিড: এই ফুলটিকে পানামা, ত্রিনিদাদ এবং কোস্টারিকায় পাওয়া যায়।
-
স্ন্যাপড্রাগন: ইউরোপ ও আমেরিকায় এই ফুলগুলো দেখা যায়। এ ফুলের পাঁপড়িগুলো ড্রাগনের মতো দেখতে বলেই স্ন্যাপড্রাগন বলা হয়।
-
ডাক অর্কিড: এই ফুলটি উড়ন্ত হাঁসের মতো দেখায়। তাই একে ডাক অর্কিড ফুল বলা হয়। অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড এবং তাসমানিয়াতে এটি দেখা যায়।
-
তোতা ফুল: এই ফুল গাছটির নাম দ্য ইমপেসেন্টস সিটাসিনা। এ ফুলটি দেখতে উড়ন্তÍ তোতা পাখির মতো। এটি তাইল্যান্ড, মায়ানমার এবং ভারতের কিছু অংশে পাওয়া যায়।