গ্রামীণ জীবনের অনন্য সৌন্দর্য
গ্রামের পথের ধারে বৃষ্টিভেজা পরিবেশে শাপলা ফুল হাতে মুগ্ধ দৃষ্টিতে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছেন তারা। গ্রামীণ জীবনের অনন্য সৌন্দর্য ফুটে উঠেছে তাদের অভিব্যক্তিতে। ছবিগুলো সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর থেকে তোলা।
-
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে জাল ফেলে মাছ ধরছেন তিনি। চারদিকে সবুজের সমারোহ। অনিন্দ্য সুন্দর পরিবেশ। ছবি: হারুন অর রশিদ
-
পিচঢালা পথে একগুচ্ছ শাপলা হাতে বসে আসেন তরুণী। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। যেন পরম আনন্দ চোখে-মুখে। ছবি: হারুন অর রশিদ
-
সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কী প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব!’ এই উৎসবেই যেন মেতেছেন তারা। ছবি: হারুন অর রশিদ
-
বৃষ্টির ধারায় ভিজেছে পথ-ঘাট। সবুজের বুকে বাতাসের শিহরণ। গ্রামীণ পাকা সড়কে বসে শীতলতা উপভোগ করছেন তিনি। ছবি: হারুন অর রশিদ
-
গ্রামের পিচঢালা পথে ঝুম বৃষ্টিতে ছাতা মাথায় হেঁটে যাচ্ছে দুই শিশু। স্বচ্ছ জলের পাশে উঁকি দিচ্ছে সবুজ ফসল। ছবি: হারুন অর রশিদ