শীতের সকাল আর তুমি
শীতের সকাল মানে ঘন কুয়াশার আড়াল থেকে উঁকি মারা সূর্য, শিশির ভেজা সবুজ ঘাস, হলুদ সরষে ক্ষেত ও হালকা মৃদু বাতাস। এমন স্নিগ্ধ সকাল সবাই তার প্রিয় মানুষের সঙ্গে উপভোগ করতে চায়। পরে এই বিশেষ মুহূর্তে তোলা ছবিগুলো শেয়ার করা হয় সামাজিক মাধ্যমে। কিন্তু বিপত্তি বাধে যখন সঠিক সময় পছন্দ মতন ক্যাপশন মনে পড়ে না..
-
ঘন কুয়াশার চাদর জড়িয়ে যেন আসে শীতের মনোরম সকাল। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু চোখ জুড়ানো শোভা, প্রকৃতি যেন দেয় এক অন্য মায়া। শীতের সকালে সব মানুষই খোঁজে যেন একটু উষ্ণতার ছোঁয়া। ছবি: বিধান ও মৌমিতা
-
কুয়াশায় ঢাকা সকাল সরষে ক্ষেতের পাশে গিয়ে উপভোগ করার যে একটা আনন্দ সেটা অন্য কোনো সময় পাওয়া যায় না। ছবি: বিধান ও মৌমিতা
-
শীতের জড়তা বড়ই মায়াবী। সুমধুর, অলসতায় শীতের ভোর যেন এক আদরিনী মেয়ে। ছবি: বিধান ও মৌমিতা
-
মৃদু রোদের তাপ ও শিশির জোড়া সকালে তুমি এসেছিলে আমার সঙ্গে গল্পে মেতে উঠতে। ছবি: বিধান ও মৌমিতা
-
চলো হারিয়ে যাই, ওই দিগন্তের পানে...