শখের ছাদবাগানে সবুজের সমারোহ
হরেক রকমের ফুল, ফল ও সবজির সমারোহ বাড়ির ছাদজুড়ে। মনোমুগ্ধকর বাগানটিতে আছে নাম না জানা দেশি-বিদেশি গাছের সমারোহ। ছাদের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত নানা গাছের সমন্বয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে।
-
রাজধানীর বনশ্রী এলাকায় নিজ বাড়িতে এই শখের বাগান গড়ে তুলেছেন এশা ও লামিয়া নামের দুই খালাতো বোন। বাড়ির ছাদে ফল-ফুল ও শাক-সবজির বাগান গড়ে তুলে সাড়া ফেলেছেন তারা। বৃক্ষপ্রেমীদের কাছে বাড়িটি এখন অনুকরণীয় দৃষ্টান্ত। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
লামিয়া বলেন, ‘শহুরে যানজটের ফাঁকে স্নিগ্ধতা পেতে বাড়ির ছাদে সবুজের নির্যাস পেতেই আমাদের এই পরিকল্পনা।’ ছবি: মামুনূর রহমান হৃদয়
-
এশা বলেন, আমার বাবা সরকারি চাকরি করতেন। সেই সুবাদে রাজধানীর বাইরে আমি বেশি থেকেছি। বাবাকে দেখতাম অনেক সবজির বাগান করতেন। শীতের সময় রং-বেরঙের ফুল গাছ লাগাতেন। এসব দেখতে দেখতে নিজেরও শখ জাগে, আমার নিজের বাগান থাকবে। বারান্দা-ছাদে সুন্দর সুন্দর গাছ লাগাবো। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
এশা ও লামিয়া বলেন, আমাদের ছাদ বাগানে প্রায় সব ধরনের গাছ আছে। ফুলের মধ্যে গোলাপ, বেলি, নয়নতারা বাদেও দেশি-বিদেশি ফুল গাছ ও ক্যাক্টাস, ঘৃতকুমারি আছে। সবজির মধ্যে বেগুন, টমেটো, লাউ, করলা, চিচিঙ্গা ইত্যাদি আছে। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
ফলের মধ্যে ড্রাগন, লিচু, পেঁপে, আম, বরই, পেয়ারা, লেবু আছে। এ ছাড়া মরিচ ও আখ আছে। কিছুদিন আগে তেঁতুল গাছ লাগানো হয়েছে। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
তারা আরও বলেন, আমাদের শখ আরও বেশি করে গাছ লাগানো। ছাদজুড়ে সবুজের পরিমাণ আরও বাড়িয়ে তুলতে চাই। এ ছাড়া বেলকনিতে গাছ লাগাবো। পাশাপাশি পছন্দের বাগান বিলাস, অপরাজিতা, মাধবীলতা এনে লাগানোর পরিকল্পনা আছে। ছবি: মামুনূর রহমান হৃদয়