বুলবুলের তাণ্ডবে কলকাতায় তুমুল দুর্যোগের আশঙ্কা
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতায়। বিপর্যয় মোকাবিলায় পুরসভাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সেইসঙ্গে ৭ জেলায় সব স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।
-
শেষ উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, শক্তি বাড়িয়ে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবুল। অভিমুখ বদলে শনিবার মধ্যরাতেই তা সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার পর বুলবুলের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।
-
পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আগামীকাল দিনভর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। রবিবার সকাল পর্যন্ত চলবে বৃষ্টি। কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার।
-
বুলবুল মোকাবিলায় ইতিমধ্যেই পুরকর্মীদের সব ছুটি বাতিল করেছে কলকাতা পুরসভা। তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম। সব বোরো অফিসকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুলবুল মোকাবিলায় প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
-
বুলবুলের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও নদীয়াতেও। ইতিমধ্যেই আজ সকাল থেকে আকাশ মেঘলা হয়ে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হাওড়ায়।
-
অন্যদিকে নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগাম সতর্কতা হিসেবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পুর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রাথমিক স্কুলগুলোতে আগামীকাল ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
-
প্রাথমিক শিক্ষা সংসদের পর এবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পুর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম- এই সাত জেলায় স্কুল ছুটি ঘোষণা করা হল।