প্রচণ্ড শীতে কাশ্মীরের চোখজুড়ানো স্বর্গীয় দৃশ্য
প্রতিবছর শীতকালে কাশ্মীরে ৪০ দিনের মত প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন সারা উপত্যকা জুড়েই ঘন ঘন তুষারপাত হয়। এবার দেখুন শীতে কাশ্মীরের চোখ জুড়ানো দৃশ্য।
-
কাশ্মীরে এখন কোথাও কোথাও তাপমাত্রা নেমে যায় মাইনাস ১০ ডিগ্রিরও নীচে। স্থানীভাবে একে বলা হয় ‘চিল্লাই কালান’। এ বছর চিল্লাই কালান শুরু হয়েছে গত বছর ২১ ডিসেম্বর। চলবে এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।
-
স্বর্গ যখন সাদা আস্তরণে ঢাকা।
-
চোখ জুড়ানো বরফের দৃশ্য।
-
বরফ-রাজ্যে পৌঁছনোর পর্যটকরা।
-
যেন হাতে আঁকা ছবি।
-
ডাল লেক থেকে তুলে আনা বরফ-আস্তরণ।
-
বরফের আস্তরণে ঢাকা মোহময়ী ডাল লেক।
-
কাশ্মীরের গুরেজ ভ্যালিতে চলেছে ‘স্নো-ক্রিকেট’।
-
বরফে ঢাকা পহেলগাম।
-
বরফে ঢাকা গুলমার্গের ‘ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’।
-
স্নো-ট্রি। বরফে ঢেকে গেছে গাছটি।
-
গুলমার্গের ‘গন্ডোলা’ বা রোপওয়ে থেকে নীচের দৃশ্য।
-
বরফের উপর দিয়ে হেঁটে চলা।
-
কাশ্মীর উপত্যকা ও লাদাখ অঞ্চলে তাপমাত্রা এখন এতটাই কম যে, বেশ কিছু লোকালয়ে পানি সরবরাহের পাইপনাইনও জমে গিয়েছে।
-
বরফের দেশে হাসি-আনন্দ।