১১ বছর পর বরফে ঢেকেছে দার্জিলিং
পৃথিবীর মধ্যে অন্যতম নৈসর্গিক লীলাভূমি দার্জিলিং। বিশ্বের নানাপ্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন। ১১ বছর পরে বরফে ঢেকেছে দার্জিলিং।
-
চারদিক সাদা বরফে ঢাকা। এক দশক পরে তুষারপাত দার্জিলিংয়ে।
-
দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১ ডিগ্রি সেলসিয়াসে।
-
স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম দার্জিলিংয়ের তাপমাত্রা।
-
সোনাদা, লোদামা, রিম্বিকসহ বিভিন্ন জায়গায় তুষার বৃষ্টি হয়েছে।
-
কোথাও কোথাও আধাঘণ্টা ধরে তুষারপাত হয়েছে।
-
বরফ পড়ার কারণে হাড় কাঁপানো ঠান্ডায় কাবু পাহাড়।
-
বরফে ঢেকেছে অনেক পথ।
-
বরফ নিয়ে খেলায় মেতেছেন পর্যটকরা।
-
এ এক অন্যরকম প্রকৃতি। গাছগাছালিও বরফে ঢাকা।
-
২০০৭ সালে শেষবার এমন তুষারপাত দেখেছে শৈলশহর।
-
তুষারপাত সরিয়ে সরিয়ে উপভোগ করেন পর্যটকরা।
-
দার্জিলিংয়ের চৌরাস্তা, চকবাজার, রেল স্টেশন সর্বত্রই বরফের চাদর।
-
বরফের চাদরে ঢেকে যায় টয় ট্রেনের পথও।
-
২০১৮ সালের শেষে সত্যিই মনোরম হয়ে উঠল শৈলশহর।