দুই শিংয়ের সাদা গণ্ডার
দুই শিংয়ের সাদা গণ্ডার আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়।
-
সঙ্গীর সন্ধানে ছুটে চলছে দুই শিংওয়ালা সাদা গণ্ডার। এদের নাম সাদা গণ্ডার হলেও দেখতে এরা একদম সাদা নয়। দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গল থেকে ছবিটি তুলেছেন ৫৪ বছর বয়সী আলোকচিত্রী সেলিয়া ওয়াটকিনস্। সূত্র : আই লাভ আফ্রিকা।
-
সাদা গণ্ডাররা সঙ্গী ছাড়া চলাফেরা করতে একদমই পছন্দ করে না। তাইতো সঙ্গী নিয়ে খাদ্যের সন্ধানে বেরিয়েছে। দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গল থেকে ছবিটি তুলেছেন ৫৪ বছর বয়সী আলোকচিত্রী সেলিয়া ওয়াটকিনস্। সূত্র : আই লাভ আফ্রিকা।
-
শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচাতে সাদা গণ্ডাররা এই শিং ব্যবহার করে থাকে। হাতির পরেই এরা পৃথিবীতে বড় স্তন্যপায়ী প্রাণী। দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গল থেকে ছবিটি তুলেছেন ৫৪ বছর বয়সী আলোকচিত্রী সেলিয়া ওয়াটকিনস্। সূত্র : আই লাভ আফ্রিকা।
-
সাদা গণ্ডাররা অনেক পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। এরা যে কোনো বৈরি পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গল থেকে ছবিটি তুলেছেন ৫৪ বছর বয়সী আলোকচিত্রী সেলিয়া ওয়াটকিনস্। সূত্র : আই লাভ আফ্রিকা।
-
সামনের লম্বা শিংয়ের কারণে সাদা গণ্ডারদের শিকার অনেক সময় বশে আনাটা কষ্টকর হয়ে যায়। কিন্তু অল্পতে এরা নিরাশ হয় না। দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গল থেকে ছবিটি তুলেছেন ৫৪ বছর বয়সী আলোকচিত্রী সেলিয়া ওয়াটকিনস্। সূত্র : আই লাভ আফ্রিকা।