চেনা প্রাণীর অজানা কথা
আমরা কিছুু চেনা প্রাণীদের সম্পর্কে অনেক তথ্য জানি না।
-
বানর : বানর খুবই দুষ্ট প্রজাতির প্রাণী। এরা নিজেদের মধ্যে অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ রাখে। মানুষের মতোই বানরদেরও হেপাটাইটিস হয়ে থাকে।
-
জেব্রা : প্রতিটি মানুষের ফিঙ্গার যেমন প্রিন্ট আলাদা হয়, তেমনি জেব্রাদেরও ডোরাকাটা দাগও আলাদা হয়।
-
শেয়াল : জন্মের সময় শেয়াল শাবকেরা চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না।
-
হাতি : হাতির শুঁড়ে ৪০ হাজারের বেশি পেশী রয়েছে।
-
খরগোশ : খরগোশ ৩৬০ ডিগ্রি দূরত্ব পর্যন্ত দেখতে পায়।
-
কুকুর : ২৫০ রকমের কথা এবং ব্যবহার বুঝতে পারে কুকুর। লেজ নাড়ানোর মাধ্যমে এরা মনের ভাব প্রকাশ করে। খুশি হলে ডান দিকে এবং দুঃখ পেলে বাঁ দিকে লেজ নাড়ায়।
-
বাঘ : বাঘের পা এতই শক্তিশালী যে মুত্যুর পরও দাঁড়িয়ে থাকতে পারে।