ইউরোপের বিস্ময়কর স্কাইওয়াক
ইউরোপের কয়েকটি দেশে রয়েছে আকাশ ছোঁয়া ও উচ্চতায় উত্তেজনাপূর্ণ স্কাইওয়াক।
-
ফাইভ ফিংগার্স : অস্ট্রিয়ার আল্পস অঞ্চলের হোহেন কিপেনস্টাইনে যে স্কাইওয়াকটি আছে, তার নাম ‘ফাইভ ফিংগার্স’৷ মাটি থেকে চারশো মিটার উচ্চতায় গড়া এই প্লাটফর্ম থেকে চারদিকের পাহাড়ের দৃশ্য দেখা যায়।
-
প্যানোরামা : অস্ট্রিয়ার সালৎসকামারগুট এলাকায় দেখতে হালস্টাট-ডাখস্টাইন অঞ্চলের এই প্যানোরামা পাওয়া যাবে। ‘হালস্টেটার জে’ বা হালস্টাট হ্রদের ৩৬০ মিটার ওপরে যেন বাতাসে ভেসে রয়েছে এই প্লাাটফর্মটি। এটি দেখলে যে কারো জাহাজের সামনের বাঁকানো অংশে কথা মনে পড়ে৷
-
সর্বোচ্চ ঝুলন্ত সেতু : সুইজারল্যান্ডের প্রায় অর্ধেক এলাকা আল্পস পর্বতমালায় ঢাকা। ‘টিটলিস ক্লিফ ওয়াক’ নামের ঝুলন্ত সেতুটি ৩,০৪১ মিটার উচ্চতায় টিটলিস হিমবাহ পার হয়েছে। সেতুর দৈর্ঘ্য একশো মিটারের বেশি।
-
এক্স : জার্মানির আল্পস পর্বতাঞ্চলে ‘আল্পস-পিক্স’ নামের ১৩ মিটার লম্বা একটি ইস্পাতের কাঠামো বানানো হয়েছে। এটি জমির অনেক ওপরে বাতাসে ভেসে রয়েছে। এক্স-এর বাহুগুলির শেষে কাচ দেওয়া রয়েছে, যাতে এক হাজার মিটার নীচে পড়ে থাকা মাঠঘাট-জনপদ ভরা উপত্যকার একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়৷
-
কাচের বাক্স : ক্যানারি দ্বীপপুঞ্জের লা গোমেরায় একটি কাচের স্কাইওয়াক আছে। যা পাহাড়ের গা থেকে সাত মিটার বেরিয়ে রয়েছে। এর মালিক হল মিরাদর দে আব্রান্তে রেস্তরাঁ৷
-
ফিয়র্ড : নরওয়ে অঞ্চলে হিমবাহ সরে পাথর ক্ষয় হয়ে যে ধরনের খাল বা নদীপথ সৃষ্টি হয়, সেগুলিকে ফিয়র্ড বলে। আউরলান্ড এলাকায় মাটি থেকে ৩০ মিটার উচ্চতায় একটি কাঠের র্যাম্প তৈরি করা হয়েছে। যেখান থেকে ৬৫০ মিটার নীচে ফিয়র্ডের দৃশ্য চেখে পড়ে।
-
দুরবিন : ইটালির মেরানের বটানিকাল গার্ডেনে একটি সুবিশাল ‘দুরবিন’ আছে। যা থেকে আল্পস পর্বতমালার দৃশ্য উপভোগ করা যায়৷