শীতের সময় বরফের হোটেল
শীতকালে তুষারে ঢাকা পড়ে পৃথিবীর অনেক অঞ্চল। তাই সে অঞ্চলে গড়ে তোলা হয় সম্পূর্ণ বরফে তৈরি হোটেল। বিশ্বজুড়ে বরফের হোটেল বেশ কয়েকটি। তবে কানাডা, ফিনল্যান্ড, জাপান, নরওয়েসহ কয়েকটি দেশে তৈরি করা হয় বরফের হোটেল। এমন কয়েকটি বরফের হোটেলের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
বরফের হোটেলের নির্মাণশৈলী, সৌন্দর্য- সবদিক দিয়েই বিস্ময়কর।
-
বিশ্বের নানাপ্রান্তে বরফের অনেকগুলো হোটেল থাকলেও সবচেয়ে জনপ্রিয় হোটেলগুলোর মধ্যে রয়েছে কানাডার ডি গ্লেস, সুইডেনের জাক্কাসজারভি এবং ফিনল্যান্ডের লাভাত্তুমা।
-
বরফের হোটেলগুলো মূলত ক্ষণস্থায়ী। শীতকালে এগুলো নির্মাণ করা হয়। তাই প্রতিবছরই নতুন করে তৈরি করতে হয়।
-
বরফের হোটেলের সবকিছুই বরফ ও তুষার দিয়ে তৈরি। বিছানা, টেবিল, চেয়ার, এমনকী বাথরুমও তুষারের সৃষ্টি।
-
বরফের হোটেলের দেয়াল ও ছাদে চমৎকার বরফের নকশা। এসবের সঙ্গে নানা রঙের আলোর ঝলকানি। সব মিলিয়ে হোটেলগুলো হয়ে ওঠে স্বপ্নপুরীর মতো।
-
১৯৮৯ সালে জনৈক জাপানি আইস ভাস্কর জুক্কাসজারভি গ্রামে আইস শিল্পকর্মের এক প্রদর্শনী হল স্থাপন করেছিলেন।
-
এর পরের বছর ১৯৯০ সালে ফরাসি শিল্পী জেনট ডেরিস ওই গ্রামেই প্রদর্শনীর ব্যবস্থা করেন। প্রদর্শনীতে অনেক দর্শক সমাগম হয়।
-
একরাতে নিকটবর্তী হোটেলে স্থান সংকুলান না হওয়ায় অতিথিরা প্রদর্শনী হলটিতে রাত যাপনের জন্য আবেদন করেন। প্রদর্শনী হলটি ছিল বরফের তৈরি।