পর্যটনের দেশ থাইল্যান্ড
পর্যটনপ্রধান দেশ থাইল্যান্ডে পা রাখার পরই পর্যটকরা ছুটে যান পাতায়া সমুদ্রসৈকতে। প্রতিদিন বিশ্বের হাজারও পর্যটক ছুটে যান সেখানে।
-
পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে পাতায়া সমুদ্রসৈকতে। দিনে তেমন জমজমাট না থাকলেও, রাত হলেই চেহারা বদল হয় শহরটির। ছবি: এম মাঈন উদ্দিন
-
শুধু পাতায়া নয়, এই সমুদ্রসৈকতের আশপাশে আছে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট। ছবি: এম মাঈন উদ্দিন
-
ব্যাংকক শহর থেকে গাড়িযোগে দুই ঘণ্টার যাত্রাপথও যেন পর্যটন স্পট। সুবিশাল সড়ক, একপাশে সবুজ শ্যামল পাহাড় অন্যপাশে সুবিশাল সব ভবন, যে কারেও নজর কাড়বে। ছবি: এম মাঈন উদ্দিন
-
থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত পাতায়া পর্যটকদের কাছে সমাদৃত একটি সমুদ্রসৈকত। সেখানে সব বয়সের পর্যটকরা ঘুরতে যান। ছবি: এম মাঈন উদ্দিন
-
সমুদ্রসৈকতের পাশে রাস্তার ওপর থাকা খাবারের দোকানগুলোতে রাতব্যাপী ভোজসভা চলে। ছবি: এম মাঈন উদ্দিন