অস্ট্রেলিয়ার বসন্ত
পঞ্জিকা অনুযায়ী সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত অস্ট্রেলিয়ায় বসন্ত ঋতু। এই সময় গাছগুলো ফুলে ফুলে ছেয়ে যায়। বাতাসে মৌমৌ ঘ্রাণ বিরাজ করে। দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে একটু জিড়িয়ে নিতে মানুষ সপ্তাহান্তে বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে ভিড় জমায়। বাসা বাড়ির আঙিনাগুলোও ফুলে ফুলে রঙিন হয়ে উঠে। সেখানে ফুলের বাগানে দেখা মেলে ব্যস্ত মৌমাছির। পাখিরাও এসময় ব্যস্ত সময় পার করে। ছবিতে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বসন্তকালের কিছু চিত্র। ছবি: মো. ইয়াকুব আলী
-
নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওল্ড জুনি সাবার্বের ক্ষেতজুড়ে ফুটে আছে ক্যানোলা ফুল/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তকাল তাই মৌমাছিরা পার করছে ব্যস্ত সময়/ ছবি: মো. ইয়াকুব আলী
-
নিউ সাউথ ওয়েলস রাজ্যের বোড়াল সাবার্বের করবেট গার্ডেনে ফুটেছে বাহারি রঙের টিউলিপ/ ছবি: মো. ইয়াকুব আলী
-
পেপার ডেইজগুলোকে দেখলে মনে হয় মাটিতে তারার মেলা বসেছে/ ছবি: মো. ইয়াকুব আলী
-
পেপার ডেইজির সৌন্দর্যে মানুষ একটু জিরিয়ে নিচ্ছেন/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তকালের দর্শনার্থী দেখে ক্যাঙ্গারুগুলো থমকে দাঁড়িয়ে গেছে/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে পুকুরে চলছে পাখিদের জলকেলী/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে ফুটেছে ঘণ্টা আকৃতির কুয়ালাপ বেল ফুল/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে ফুটেছে নেটিভ ফ্রাঞ্জিপানি ফুল হাইমেনোস্পোরাম/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে ফুটেছে সবুজ ল্যাভেন্ডার কটন ফুল/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে ফুটেছে হলুদ লেজ ফুল/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে বাড়ির আঙিনায় এবং বাগানে ফুটেছে চেরি ব্লসম/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে সিডনির মাউন্ট এনান বোটানিক গার্ডেনে ফুটেছে ওয়ারাটা ফুল/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে সিডনির মাউন্ট এনান বোটানিক গার্ডেনে ফুটেছে পেপার ডেইজি/ ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের আগমনে সিডনির মাউন্ট এনান বোটানিক গার্ডেনে ফুটেছে স্পিয়ার লিলি/ ছবি: মো. ইয়াকুব আলী