বরফের রাজ্যে সোলাং ভ্যালি
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০২ এপ্রিল ২০২৪
আপডেট: ০২:৩৭ পিএম, ০২ এপ্রিল ২০২৪
সোলাং ভ্যালি ভারতের উত্তরের হিমাচল প্রদেশের কুলু জেলার বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত অপূর্ব এক শহরের নাম মানালি।
-
আর মানালির সবচেয়ে আকর্ষণীয় জায়গা সোলাং ভ্যালি। ‘দি এডভেঞ্চার ভ্যালি’ নামেও পরিচিত এই বরফের রাজ্যে। ছবি: সাইফুল উদ্দিন
-
সোলাং ভ্যালির স্থানীয় নাম ‘সোলাং নালা’, ‘স্নো পয়েন্ট’। ‘সোলাং’ শব্দের অর্থ কাছাকাছির কোনও গ্রাম। ‘সোলাং নালা’ অর্থ বয়ে চলা নালার কাছাকাছি গ্রাম। ছবি: সাইফুল উদ্দিন
-
সোলাং গ্রাম ও বিয়াস কুণ্ডর মাঝে সোলাং ভ্যালি। বর্ষায় বা শরতে সবুজ সোলাং। শীতে বরফ-সাদা। ছবি: সাইফুল উদ্দিন
-
চারপাশে উঁচু পাহাড় আর মাঝে উপত্যকা। ছবি: সাইফুল উদ্দিন
-
পাহাড়ের গায়ে পাইন, চেস্ট নাট আর স্প্রুস গাছের সারি। মাথার ওপর নীল আকাশ। ছবি: সাইফুল উদ্দিন
-
দুপাশে বরফে ঢাকা সব। মাঝ রাস্তা দিয়ে ছুটে চলছে যানবাহন। ছবি: সাইফুল উদ্দিন