ইতিহাসের সাক্ষী বিউটি বোর্ডিং
যান্ত্রিক এই শহরে অবসর সময় কাটানোর স্থানের বড়ই অভাব। এই অভাবের মধ্যেই পুরান ঢাকায় অবস্থিত বিউটি বোর্ডিং যেন এক টুকরো সময় কাটানোর জায়গা। আমাদের দেশের লেখক, কবি, সাংস্কৃতিক কর্মী এবং রাজনীতিবিদের বুদ্ধিবৃত্তিক সমাবেশের একটি ঐতিহাসিক স্থান এই বিউটি বোর্ডিং। চলুন দেখে নেওয়া যাক বিউটি বোর্ডিংয়ের কিছু ছবি।
-
বিউটি বোর্ডিং পুরান ঢাকার বাংলা বাজারের ১নং শ্রীশ দাস লেনে অবস্থিত । এর বর্তমান মালিক প্রহ্লাদ সাহা। প্রহ্লাদ সাহার বড় ভাই নির্মল মোহন সাহার বড় মেয়ে বিউটির নামে এই বোর্ডিংয়ের নাম বিউটি বোর্ডিং রাখা হয়। ছবি: ঝরনা আক্তার জয়া
-
বোর্ডিংয়ে প্রবেশ করলেই চারদিকে সবুজের সমারোহ। ছবি: ঝরনা আক্তার জয়া
-
বোর্ডিংয়ের ছবি তুলছেন একজন দর্শনার্থী। ছবি: ঝরনা আক্তার জয়া
-
বোর্ডিংয়ের সম্মুখভাগের পাশেই রয়েছে অফিস কক্ষ। ছবি: ঝরনা আক্তার জয়া
-
অফিস কক্ষের সামনে থেকেই দেখতে পাবেন ‘এক নজরে বিউটি বোর্ডিং’। ছবি: ঝরনা আক্তার জয়া
-
এর পাশেই রয়েছে ১৯৭১ সালের ২৮ শে মার্চে বিউটি বোর্ডিংয়ে শহীদ হওয়া ১৭ জনের নাম। ছবি: ঝরনা আক্তার জয়া
-
বোর্ডিংয়ের মূল ভাগ ও দ্বিতল ভবনে যেতে চাইলে আপনাকে ১০ টাকা প্রবেশ মূল্য দিতে হবে। বোর্ডিং কক্ষের ভিতরের একাংশ। ছবি: ঝরনা আক্তার জয়া
-
দোতলায় উঠতে হলে এই সিড়ি দিয়ে আপনাকে যেতে হবে। ছবি: ঝরনা আক্তার জয়া
-
বোর্ডিং সুধী কক্ষের একাংশ। ছবি: ঝরনা আক্তার জয়া
-
বোর্ডিংয়ের মূল প্রাঙ্গণে বসে আড্ডা দিচ্ছেন দর্শনার্থীরা। ছবি: ঝরনা আক্তার জয়া
-
এছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার পাওয়া যায় বোর্ডিংয়ের রেস্তোরাঁয়। রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন দর্শনার্থীরা। ছবি: ঝরনা আক্তার জয়া
-
দর্শনার্থীদের জন্য রয়েছে বাইক পার্কিংয়ের সুব্যবস্থা। তাই আপনি চাইলে বাইক নিয়েও যেতে পারবেন এখানে। ছবি: ঝরনা আক্তার জয়া
-
বোর্ডিং ঘোরা শেষে ফটক দিয়ে বের হওয়ার সময় দর্শনার্থীদের ধন্যবাদ, আবার আসবেন বলে আমন্ত্রণ জানানো হয়েছে। ছবি: ঝরনা আক্তার জয়া