নির্জন কুয়াকাটার বিষণ্ন সময়
সাগরকন্যা কুয়াকাটার অপরূপ সৌন্দর্যের টানে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু করোনার কারণে এখন কুয়াকাটা জনশূন্য। ছবিতে দেখুন কুয়াকাটার অপরূপ সৌন্দর্য।
-
কুয়াকাটা ভ্রমণের মূল আকর্ষণ সূর্যোদয় ও সূর্যাস্ত। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
সাগরের ঢেউ আচড়ে পড়ছে তীরে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
স্থানীয় লোকজন কুয়াকাটার সৈকতে হাঁটছেন। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
গোল থালার মতো মনে হচ্ছে সূর্যকে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
এখন সাগর উত্তাল। পর্যটকশূন্য থাকায় কুয়াকাটার সৈকতে বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
বিকেলে স্থানীয় লোকজন ছাড়া কুয়াকাটা বীচে কোনো পর্যটক নেই। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
করোনাকাল না হলে এই বীচে কখনোই এমন জনশূন্য থাকেন না। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
কুয়াকাটার তীরে মাছ ধরতে যাচ্ছেন এক জেলে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
স্থানীয় লোকজন আশা করছেন দ্রুতই পৃথিবীর অবস্থা স্বাভাবিক হবে। আবার জমে উঠবে কুয়াকাটার বীচ। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
কুয়াকাটার চোখজুড়ানো দৃশ্য। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
মেঘ, সূর্য আর সাগরের বিশাল জলরাশির অপরূপ বন্ধন। ছবি: আসাদুজ্জামান মিরাজ