সানজিদার বেলকনি বাগান
সৈয়দা সানজিদা জাহান পেশায় ব্যাংকার হলেও ভীষণ প্রকৃতিপ্রেমী। কাজের অবসরে বাগান করতে পছন্দ করেন তিনি। ছবিতে দেখুন সানজিদার বেলকনি বাগান।
-
প্রতিদিন সকালে-বিকালে সানজিদা তার বাগানের যত্ন নেন। ছবি: সৈয়দা সানজিদা জাহান
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্টাডিস অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেফশন বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি নেয়া সানজিদা মনেপ্রাণে প্রকৃতি ভালোবাসেন। ছবি: সৈয়দা সানজিদা জাহান
-
বেলকনি বাগানে ফুটেছে নজরকাড়া ফুল। ছবি: সৈয়দা সানজিদা জাহান
-
নিয়ম করে প্রতিদিন বেলকনি বাগানের যত্ন নেন সানজিদা। ছবি: সৈয়দা সানজিদা জাহান
-
সকালে বেলি ফুলের গন্ধে ভরে সানজিদার বেলকনি বাগান। ছবি: সৈয়দা সানজিদা জাহান
-
ফুলের পাশাপাশি সানজিদা তার বাগানে লাল শাকের চাষও করেছেন। ছবি: সৈয়দা সানজিদা জাহান
-
বেলকনিতে কমলা গাছও লাগানো হয়েছে। ছবি: সৈয়দা সানজিদা জাহান
-
বাগানের ফুল দেখে প্রতিদিনের কর্মক্লান্তি ভুলে যান সানজিদা। ছবি: সৈয়দা সানজিদা জাহান