বর্ষা উৎসব-১৪২৩
বাংলা একাডেমির বর্ষার উৎসব নিয়ে এই অ্যালবাম।
-
আজ ঋতুর রানি বর্ষার প্রথম দিন। তাই আষাঢ় মাসের শুরুতেই বর্ষা উৎসবের আয়োজন করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নাচ, গানের মাধ্যমে বর্ষার উৎসব করা হয়েছে। এতে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বর্ষা উৎসবে বর্ষা বন্দনার সঙ্গীত পরিবেশিত হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ষা উৎসবের আয়োজন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বর্ষা উৎসবের আয়োজন করেছে উদীচী ঢাকা মহানগর শাখা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বর্ষা উৎস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী।ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শিল্পীদের নৃত্য, সংগীতের মূর্ছনায় উৎসবে আগতরা সবাই মুগ্ধ হয়ে যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।