টক মিষ্টি লটকন
টক মিষ্টি মজার ফল লটকন নিয়ে এই অ্যাবাম।
-
এ বছর লটকন গাছে প্রচুর পরিমাণে লটকন ধরেছে। তাই লটকন বাগানীদের মনে অনেক আনন্দ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নরসিংদীর শিবপুরসহ কয়েকটি উপজেলায় বাণিজ্যিকভাবে লটকনের চাষ হয়ে থাকে। লটকন গাছের গোড়া থেকে শুরু করে ডালপালা পর্যন্ত থোকায় থোকায় ফল আসে। প্রতিটি থোকায় পাঁচ থেকে পঞ্চাশটি ফল দেখা যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
লটকন পাকলে এর রং হলুদ ও ভেতরে দুই থেকে পাঁচটি বীজ হয়, বীজের গায়ে লাগানো রসাল অংশ খাওয়া হয়ে থাকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ইংরেজিতে বার্মিজ গ্রেপ নামে পরিচিত হলেও আমাদের দেশে এ ফলটি বুবি, বুগি, লটকা, লটকো, নটকো ইত্যাদি নামে পরিচিত। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
একটি বয়স্ক গাছ থেকে ১০০–১৫০ কেজি ফল পাওয়া যায়। দেশের বিভিন্ন বাজারে প্রতি কেজি লটকন ৭০-৮০ টাকায় বিক্রি হয়। তবে রাজধানীতে এর মূল্য প্রতি কেজি ১০০ টাকার বেশি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
মার্চ মাসের দিকে লটকন গাছে ফুল আসে এবং ফল পরিপক্ব হতে চার-পাঁচ মাস সময় লাগে। জুন, জুলাই ও আগস্ট মাসে লটকন বাজারে পাওয়া যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।