হলদে রাঙা অলকানন্দা ফুল
অলকানন্দা ফুলের নানা দিক নিয়ে এ অ্যালবাম।
-
সবুজ পাতার মাঝে অলকানন্দা ফুলের হলুদ রূপে সবাই মুগ্ধ হয়ে যায়। বাংলাদেশ বিমান বাহিনীর আগারগাঁও স্কাই পার্ক থেকে অলকানন্দা ফুলের ছবি ক্যামেরাবন্দি করেছেন মো. ছগির হোসেন।
-
অলকানন্দা ফুলের আদি নিবাস ম্যাক্সিকো ও আর্জেন্টিনা হলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ ফুল বণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। ছবি : মো. ছগির হোসেন।
-
অলকানন্দা ফুলের ইংরেজি নাম ‘অল্লামান্ডা’। ছবি : মো. ছগির হোসেন।
-
আমাদের দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের বাগানে অনেক যত্নে অলকানন্দা ফুলের চাষ হয়ে থাকে। ছবি : মো. ছগির হোসেন।
-
অলকানন্দা ফুল ফোটার পর খুব অল্প সময়ের মধ্যে ঝরে যায়। ছবি : মো. ছগির হোসেন।
-
ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে এই ফুলের তোড়ার খুবই চাহিদা রয়েছে। ছবি : মো. ছগির হোসেন।