কদম ফুলে জীবিকা যাদের
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৭ জুলাই ২০১৯
আপডেট: ০৩:১২ পিএম, ২১ জুন ২০২১
বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে ফোটে সুদৃশ্য কদম ফুল। রাজধানীর বিভিন্ন পার্কেও ফুটেছে এ ফুল। পুষ্পপ্রেমীদের কাছে কদম ফুল খুবই প্রিয়। রাজধানীর অনেক স্থানে কদম ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছে কিছু পথশিশু ও ছিন্নমূল মানুষ।
-
কদমফুল বিক্রি করছে এক কিশোর। বিক্রি ভালো হওয়ায় বেশ আনন্দিত এই ফুল বিক্রেতা। ছবি: মাহবুব আলম
-
ফুল কিনে নিয়ে যাচ্ছেন পুষ্পপ্রেমীরা। ছবি: মাহবুব আলম
-
ক্রেতাদের অপেক্ষায় বসে আছেন এক কদম ফুল বিক্রেতা। ছবি: মাহবুব আলম
-
চোখজুড়ানো কদম ফুল। ছবি: মাহবুব আলম
-
পার্ক থেকে সংগ্রহ করা কদম ফুল সাজিয়ে রাখা হয়েছে। ছবি: মাহবুব আলম
-
কদম ফুল হাতে নিয়ে বসে আছেন এক যুবতী। ছবি: মাহবুব আলম
-
পার্কে কদম ফুল বিক্রি করছে এক পথশিশু। ছবি: মাহবুব আলম
-
কদম ফুল নিয়ে আলাপচারিতা। ছবি: মাহবুব আলম