নয়নজুড়ানো কৃষ্ণচূড়া-সোনালুর ক্যাম্পাস ইবি
কৃষ্ণচূড়া সোনালু, কনকচূড়া-জারুল ফুলে ছেয়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণ। গ্রীষ্মের এই প্রচণ্ডতাপে একটু প্রশান্তি এনে দিতেই যেন প্রকৃতির এত আয়োজন। ক্যাম্পাসের প্রধান ফটকের বৃহৎ কৃষ্ণচূড়া গাছটি বিশ্ববিদ্যালয়ের সুদৃশ্য প্রধান ফটকের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
-
কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুদৃশ্য প্রধান ফটকের সামনে বৃহৎ এ কৃষ্ণচূড়া গাছটি ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। যেন পথচারীকে আহবান জানাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের এই ক্যাম্পাসে। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুদৃশ্য প্রধান ফটকের সামনে বৃহৎ এ কৃষ্ণচূড়া গাছটি ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। যেন পথচারীকে আহবান জানাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের এই ক্যাম্পাসে। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ পথেই ডায়না চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃশ্য বিশাল মুর্যালের পিছনে সারি সারি সোনালু ফুলের গাছ। যা এই গ্রীষ্মের খরতাপেও আপনাকে দিবে প্রশান্তির স্পর্শ। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
ডায়না চত্বরে সবুজের নরম চাদরে বসে খুনসুটি আর আড্ডায় মত্ত প্রেমিক যুগল। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
প্রশাসন ভবনের বাম পাশে আকাশ ছোঁয়া অগ্নিরাঙা কৃষ্ণচূড়া গাছটি যেন সূর্যের সবটুকু উত্তাপ কেড়ে নিয়েছে। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
সোনালু ফুলগুলো যেন প্রেমিকার কানের দুল হয়ে ঝুলছে। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
প্রশাসন ভবনের সৌন্দর্য বাড়িয়ে কয়েকগুণ বৃদ্ধি করেছে কৃষ্ণচূড়ার এই লালিমা। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
ক্যাম্পাস অভ্যন্তর থেকে প্রধান ফটকের মোহনীয় দৃশ্য। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
কৃষ্ণচূড়ার ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয় এমটি প্রমাণেই যেন ফুটেছে কৃষ্ণচূড়া। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনাতয়নের সামনে ফুটেছে কনকচূড়া। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে ফুটেছে গ্রীষ্মের কমনীয় রূপের রানী জারুল। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
ক্যাম্পাসের প্রধান ফটকে লাল বাসের সাথে রক্তিম কৃষ্ণচূড়া। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
কৃষ্ণচূড়া আর কনকচূড়া টিএসসিসির সামনে। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
ফুটন্ত কৃষ্ণচূড়া সবার মনে এনে দেয় প্রশান্তির ছায়া। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
কনকচূড়ার বৈজ্ঞানিক নাম peltophorum pterocarpum। এর আদি নিবাস শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ
-
কৃষ্ণচূড়ার আর রেইনট্রি গাছের ছায়া সুনিবিড় চিত্র। ছবি: ফেরদাউসুর রহমান সোহাগ