ঢাকা চিড়িয়াখানার ৬ দর্শকপ্রিয় প্রাণি
ঢাকা চিড়িয়াখানার ৬টি দর্শকপ্রিয় প্রাণি নিয়ে এই অ্যালবাম।
-
খাঁচার মধ্যে হনুমানটি দর্শনার্থীদের সঙ্গে লুকোচুরি খেলছে। সম্প্রতি ঢাকা চিড়িয়াখানা থেকে এ ছবি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
বানরের সঙ্গে বাঁদরামি করছেন চিড়িয়াখানায় আসা একজন দর্শক। অন্যদিকে কেউ কেউ এ দৃশ্য মোবাইলের ক্যামেরায় ধারণ করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
অবাক নয়নে তাকিয়ে আছে হনুমান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শান্ত মেজাজে বসে আছে বাঘ মামা। হয়তো বসে বসে গহীন জঙ্গলের শূন্যতা অনুভব করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জলহস্তি আর ভেড়া এক সঙ্গে ঘাস খাচ্ছে। এদের মধ্যে বোধ হয় দোস্তি সম্পর্ক রয়েছে। ছবি : বিপ্লব দিক্
-
‘ধনেশ পাখির ঠোঁটটি বড়’-শৈশবে বইয়ের পাতায় এই বাক্যটি অনেকেই পড়েছেন। চিড়িয়াখানায় এলে এ কথা সবার মনে পড়বে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।