রোয়ানুর কবল থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধান
ঘূর্ণিঝড় রোয়ানুর কবল থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছে মানুষ।
-
ঘূর্ণিঝড় রোয়ানুর কবল থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছে কক্সবাজারের মানুষ। ছবি : সায়ীদ আলমগীর।
-
রোয়ানুর প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে এলাকাবাসী। ছবি : সায়ীদ আলমগীর।
-
কক্সবাজারের অধিকাংশ স্থানের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছবি : সায়ীদ আলমগীর।
-
কক্সবাজারের একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুরা আশ্রয় নিয়েছে। ছবি : সায়ীদ আলমগীর।
-
নিরাপদ আশ্রয়ে পরিবার পরিজনদের নিয়ে ছুটছেন সবাই। ছবি : সায়ীদ আলমগীর।
-
ঘূর্ণিঝড় রোয়ানুর কবল থেকে জনসাধারণকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। ছবি : সায়ীদ আলমগীর।
-
আইসল্যান্ডের ‘এইজাফজাতলাজোকিট’ নামের এই আগ্নেয়গিরির শেষ অগ্ন্যুৎপাতটি হয়েছিল ২০১০ সালে। এর সঙ্গে বৈদ্যুতিক ঝড়ও হয়েছিল।
-
কলম্বিয়ার ‘গ্যালেরাস’ আগ্নেয়গিরিটির ১৯৯৩ সালে সবশেষ অগ্ন্যুৎপাত ঘটে। এতে ছয়জন বিজ্ঞানীসহ মোট নয়জন মারা যায়।