বারোমাসি বেবি তরমুজ চাষ করে বাম্পার ফলন
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বারোমাসি বেবি তরমুজ চাষ করে বাম্পার ফলন হয়েছে।
-
বারোমাসি বেবি তরমুজ চাষ করে ভালো ফলন পেয়ে অর্থিকভাবে লাভবান হয়েছেন কৃষকরা। ছবি : ছগির হোসেন
-
বেসরকারি এনজিও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর বারোমাসি বেবি তরমুজের বীজসহ অন্যান্য উপকরণ কৃষকদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করেন। ছবি : ছগির হোসেন
-
শরীয়তপুর এসডিএস কৃষি ইউনিট ও কৃষি সম্পসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, প্রথম বারের মত এ বছর শরীয়তপুরের জাজিরা উপজেলায় অমৌসুমী বারোমাসি বেবি তরমুজ আবাদ করা হয়েছে। ছবি : ছগির হোসেন
-
জাজিরা সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণ নগর গ্রামের কৃষক লুৎফর রহমান আকন বলেন, এ বছর আমি ২০ শতক জমিতে বারোমাসি বেবি তরমুজ আবাদ করেছি। ছবি : ছগির হোসেন
-
প্রতি শতক তরমুজ আবাদে দেড় হাজার টাকা খরচ হয়েছে। খরচ বাদে লাভ হবে ৪ হাজার টাকা। ২০ শতক জমিতে মোট খরচ ২২ হাজার টাকা, বিক্রি করেছি ৮০ হাজার টাকা। ছবি : ছগির হোসেন
-
বেবি তরমুজ দেখাচ্ছেন এক কৃষক। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও জাজিরা কৃষি সম্প্রসারণ অধিদফতর বারোমাসি বেবি তরমুজ চাষে সার্বিক সহযোগিতা করেছে। ছবি : ছগির হোসেন
-
গাছে ঝুলছে বারোমাসি বেবি তরমুজ। ছবি : ছগির হোসেন
-
বেশি লাভ হওয়ায় যায় অনেকেই বারোমাসি বেবি তরমুজ চাষে আগ্রহী হচ্ছে।
-
হাতে নিয়ে বারোমাসি বেবি তরমুজ দেখাচ্ছেন এক চাষি। ছবি : ছগির হোসেন