কৃষকের শ্রমে ফসলের হাসি
আপডেট: ০৪:২৯ পিএম, ১০ এপ্রিল ২০২৪
আমাদের দেশের কৃষকের অকøান্ত শ্রমের কারণে মাঠে ফসলের হাসি দেখা যায়।
-
‘সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা’- ছন্দে ছন্দে খুব খাঁটি কথাই বলেছেন কবি। কৃষকের একনিষ্ঠ শ্রমের ফলে মাঠে ফসলের হাসি দেখা যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আপন মনে কৃষকরা মাঠে ধান কাটছেন। মাঠে ফসলের হাসি দেখলে তারা রোদে পোড়া ও বৃষ্টিতে ভেজার কষ্ট ভুলে যান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ফসলের মাঠে কাজ করা কৃষকদের প্রতি রইলো মে দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
কৃষকদের ক্লান্তিহীন শ্রমের কারণে আমাদের সবার মুখের খাবার জোটে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রখর রোদ, অঝোর বৃষ্টিসহ সব ধরনের বৈরী আবহাওয়া উপেক্ষা করে কৃষকরা মাঠে কাজ করছেন।ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
অপার আনন্দে মাঠে কাজ করছেন কৃষকরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।