দাবদাহের মাঝে ফুলেল প্রকৃতি
তীব্র দাবদাহে প্রকৃতির ফুলেল সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়।
-
কয়েক সপ্তাহ ধরে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হলেও প্রকৃতি ফুলেল সাজে সেজেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ফুলের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন মনিরুজ্জ্বামান জামান উজ্জ্বল।
-
আকাশ ছোঁয়া কৃষ্ণচূড়া। ছবি : মনিরুজ্জ্বামান জামান উজ্জ্বল।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার লাল, হলুদ, নীল, গোলাপী, সাদাসহ নানা বাহারি রংয়ের ফুলের সৌন্দর্য শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী নয়, এ পথে যাতায়াতকারী সকলের দৃষ্টি আর্কষণ করে। ছবি : মনিরুজ্জ্বামান জামান উজ্জ্বল।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুলের রাজ্য। ছবি : মনিরুজ্জ্বামান জামান উজ্জ্বল।
-
শুধু ফুল-ই নয়, গাছে গাছে মেলে থাকা সবুজ পাতা গরমের মাঝে দুচোখে স্বস্তি এনে দেয়। ছবি : মনিরুজ্জ্বামান জামান উজ্জ্বল।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, রমনা উদ্যান, হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকা জুড়ে এখন সবুজ গাছপালা ও নানা রংয়ের ফুলের ছড়াছড়ি। ছবি : মনিরুজ্জ্বামান জামান উজ্জ্বল।
-
রাজধানীর বিভিন্ন এলাকায় সবুজ প্রকৃতি, গাছপালা ও ফুটে থাকা ফুলের সৌন্দর্য সকলকে বিমোহিত করছে। ছবি : মনিরুজ্জ্বামান জামান উজ্জ্বল।