পুষতে পারেন খরগোশ
অনেকেই শখের বশে খরগোশ পুষে থাকেন।
-
অল্প খরচে ও কম জায়গায় খরগোশ পালন করা যায়। নিজের পোষা খরগোশের ছবি ক্যমেরাবন্দি করেছেন শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেন।
-
অনেকে বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য খরগোশ পালন করে থাকেন। ছবি : মো. ছগির হোসেন।
-
খরগোশ খুবই শান্তশিষ্ট প্রাণী। ছবি : মো. ছগির হোসেন।
-
বাড়ির আশেপাশের ঘাস, লতা-পাতা, শাকসবজি, তরকারির ফেলনা অংশ খরগোশ খেয়ে থাকে। ফলে খরগোশ পালনে বাড়তি কোনো ঝামেলা নেই। ছবি : মো. ছগির হোসেন।
-
খরগোশের মাংস খুবই সুস্বাদু। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ছবি : মো. ছগির হোসেন।
-
খরগোশ অধিক উৎপাদন ও দ্রুত বর্ধনশীল একটি প্রাণী। ছবি : মো. ছগির হোসেন।