বুড়িগঙ্গার দূষিত পানিতে পোশাক পরিস্কার!
ঢাকার অধিকাংশ লন্ড্রির মালিক বুড়িগঙ্গার কালো দূষিত পানি দিয়ে পোশাক পরিস্কার করে।
-
বুড়িগঙ্গার দূষিত পানিতে এসব কাপড় ধুয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে। আজ দুপুরে এদৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানীর বিভিন্ন এলাকার লন্ড্রির গ্রাহকদের কাপড় বুড়িগঙ্গার এই পানিতে প্রতিদিন ধোয়া হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এমন কী বিভিন্ন হাসপাতালের রোগীদের কাপড়ও এই পানিতে ধোয়া হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নোংরা পরিবেশ ও দূষিত পানিতে কাপড় ধোয়ার এই দৃশ্য সবাই দেখলেও কেউ কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীর চর এলাকায় লন্ড্রির কাপড় ধোয়ার এদৃশ্য বেশি দেখা যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার অনেক খ্যাতনামা লন্ড্রির গ্রাহকদের কাপড়ও বুড়িগঙ্গার কালো দূষিত পানিতে ধোয়া হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এসব কাপড় ব্যবহার করলে মানবদেহে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।