ফিঙে পাখির লেজ ঝোলা
ফিঙে আমাদের দেশে একটি জনপ্রিয় পাখি।
-
গায়ের রঙ কালো হলেও ফিঙে পাখি দেখতে খুব সুন্দর। শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রাম থেকে ফিঙে পাখির ছবি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী মো. ছগির হোসেন।
-
ফিঙে পাখির লেজ অনেক লম্বা হয়ে থাকে। এ পাখিকে দেখেই বুঝি কবি লিখেছিলেন,-‘আয়রে পাখি লেজ ঝোলা, তোরে দেবো দুধ কলা, খাবিদাবি কলকলাবি, খোকাকে তুই ঘুমপাড়াবি।’ ছবি : মো. ছগির হোসেন।
-
ফিঙে পাখি অস্থির প্রকৃতির। তাই এ পাখি এক জায়গায় বেশি সময় বসে থাকে না। ছবি : মো. ছগির হোসেন।
-
ফিঙে পাখি রাজকীয় কাক হিসেবে সমধিক পরিচিত। ছবি : মো. ছগির হোসেন।
-
পাতার আড়ালে লুকিয়ে থাকতে পছন্দ করে ফিঙে পাখি। ছবি : মো. ছগির হোসেন।