গরমে অতিষ্ঠ ঠাকুরগাঁওয়ের মানুষ
প্রচণ্ড গরমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম।
-
প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম। সকাল থেকেই দাবদাহ শুরু হওয়ায় ক্ষেতের কাজ কিংবা ভ্যান, রিক্সা চালাতে গিয়ে কাবু হচ্ছে শ্রমীজীবি মানুষ। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
গরমে ক্লান্তি দূর করতে অনেকেই পান করছেন আখের রস ও ঠাণ্ডা পানি। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
গরমে স্কুলের ছাত্র-ছাত্রীদেরও বেহাল দশা। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
প্রচণ্ড গরমে প্রচুর পরিমাণে শশা বিক্রি হচ্ছে। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
ঠাকুরগাঁওয়ে গরমে তরমুজ বিক্রি বেড়েছে। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া নিন্ম আয়ের দিন মজুররা। কেউ বা গরমে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমাচ্ছে। ছবি : রবিউল এহ্সান রিপন।