ফিরে দেখা রানা প্লাজা ট্রাজেডি
সাভারের রানা প্লাজা ধসের তিন বছর পূর্ণ হয়েছে আজ।
-
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্রাজেডির তিন বছর পূর্তি আজ। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।
-
২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল পৌনে ৯টায় সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের এ বহুতল ভবনটি ধসে পড়ে। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।
-
এ দুর্ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি শ্রমিক আহত হয়। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।
-
রানা প্লাজা দুর্ঘটনায় ৯৯৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।
-
বিশ্বের ইতিহাসে রানা প্লাজা ধস তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।
-
রানা প্লাজা ধসের এই দৃশ্য বিশ্বের সব মানবিক হৃদয়েকে কাঁদিয়েছে। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।
-
বিষাদের এমন দৃশ্য যেন আর দেখতে না হয়। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।
-
রানা প্লাজা ধসের উদ্ধার কাজের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা এখনও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।
-
সেদিনের হতাহত শ্রমিকের আত্মচিৎকারে ভারী হয়েছিলো সাভারের আকাশ বাতাস। ফাইলফটো (ছবি : বিপ্লব দিক্ষিৎ)।