ফুটেছে কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া ফুলে লালে লাল চারদিক।
-
ফুলের নাম ‘কৃষ্ণচূড়া’ হলেও দেখতে টকটকে লাল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কৃষ্ণচূড়ার ছবি তুলেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
‘কৃষ্ণচূড়া ফুল ফুটেছে ডালে ডালে। তুমি আসবে বলে।’-কৃষ্ণচূড়া ফুলকে নিয়ে এরকমের অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আকাশের পানে উর্দ্ধমুখী কৃষ্ণচূড়া। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গ্রীষ্মের মনোমুগ্ধকর রক্তিম ফুলে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। পথচারীদের সহজেই চোখে পড়বে কৃষ্ণচূড়া। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বহু দূর থেকে কৃষ্ণচূড়া ফুল দেখলে মনে হবে যেন গাছগুলোতে আগুন জ্বলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।