শরৎ জেগেছে শুভ্র কাশফুলে
শরৎ এলে প্রকৃতি সেজে ওঠে সাদা কাশফুলে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন স্থানে ফোটা কাশফুলের ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
চারদিকে কাশফুলের সমারোহ। এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতিতে শরৎ ঋতু এসেছে।ছবি : মো. ছগির হোসেন
-
ঘন কাশের বন। এক পলক দেখলেই চোখ জুড়িয়ে যায়। ছবি : মো. ছগির হোসেন
-
সাদা কাশের পেছনে সবুজের মাখামাখি। এখানে প্রকৃতির সবাই যেন একে অন্যের খুবই আপনজন। ছবি : মো. ছগির হোসেন
-
কাশফুলের ডানারা নীল আকাশ ছুঁয়েছে। এই ছবি দেখে গলা খুলে গাইতে ইচ্ছে করে,- ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।’ ছবি : মো. ছগির হোসেন
-
ভুবন ভোলানো কাশফুলের ছবি। এমন কাশফুলের রাজ্যে যে কারো হারিয়ে যেতে ইচ্ছে করবে। ছবি : মো. ছগির হোসেন
-
শুভ্র কাশ আর তুলট মেঘ আকাশের সঙ্গে মাখামাখি করছে। এ যেন প্রকৃতির সৌন্দর্যের পাঠশালা। ছবি : মো. ছগির হোসেন