ছন্দময় প্রকৃতি
অপরূপ রূপের বাংলাদেশ। এদেশের পথে প্রান্তরে ছড়িয়ে রয়েছে সৌন্দর্যময় দৃশ্য। প্রকৃতির দৃষ্টিকাড়া ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
ফুলের বুকে ভ্রমর এসেছে। নীরবে মধু আহরণে ব্যস্ত এই ভ্রমরটি। নজরকাড়া এই ছবিটি তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাফিজুর রহমান।
-
ভ্রমরটি গুনগুন করে উড়ছে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে এসেছে এ ভ্রমর, এ যেন প্রকৃতির মায়াময় বন্ধন। ছবি : হাফিজুর রহমান
-
সবুজ মাঠের বুকে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁসগুলো। চারদিকে সবুজে ঘেরা এই দৃশ্য দেখলে চোখজুড়িয়ে যায়। ছবি : হাফিজুর রহমান
-
বটবৃক্ষে নতুন পাতা গজাচ্ছে। সূর্যের সোনালি আলোয় চিকচিক করছে কচি পাতাগুলো। ক্লান্তিতে ভরা মন এ দৃশ্য দেখলে চনমনে হয়ে যাবে। ছবি : হাফিজুর রহমান
-
‘কী নাম তোমার ফুল?’- নাম না জানা এই ফুলটিকে দেখে তার নাম জানতে ইচ্ছে। ফুল হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ উপহার। ছবি : হাফিজুর রহমান
-
যে ফুলের দিকে তাকালেই মন ভালো হয়ে যায় তার নাম রক্তজবা। প্রকৃতিতে সৌন্দর্য বর্ধন ছাড়াও জবা ফুলের অনেক ভেষজ গুণ রয়েছে। বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে জবা ফুল চমৎকার কাজ করে। ছবি : হাফিজুর রহমান