লাল নীল রাতের হাতিরঝিল
-
রাত নেমে এলেই তিলোত্তমা ঢাকার বুকে আরও একটি নগরী হেসে ওঠে। তার নাম ‘হাতিরঝিল’। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
তরুণ-তরুণীরা তাদের অবসর সময় কাটাতে রাতে হাতিরঝিলে ছুটে আসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
একদিকে লাল নীল আলো জ্বলছে, অন্যদিনে জম্পেস আড্ডা চলছে। আড্ডার ফাঁকে ফাঁকে চলে চা চক্র।ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
হাতিরঝিলে রঙিন আলোয় নিঝুম রাত নেমে এসেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আলোর সঙ্গে মাখামাখি চলছে। বন্ধু ছুটে এসো এই আড্ডায় আমরা আছি হাতিরঝিলে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
হাতিরঝিলে রাতের বর্ণীল আলোর সাথে নিরবতা যেনো খুব মানিয়ে যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আলোর মহল থেকে কোনোভাবেই বাড়ি ফিরতে মন চায় না। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাতের হাতিরঝিলে তুমুল আড্ডা চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঢাকার বুকে সারা রাত হাতিরঝিল হেসে থাকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
হাতিরঝিলে আসলে যে কারো গলা খুলে গাইতে ইচ্ছে করবে ‘ঢাকার শহর আইসা আমার আশা ফুরাইছে..লাল লাল নীল নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ।