রঙ্গন ও প্রজাপতির মিতালী
নজরকাড়া রঙ্গন ফুল ফুটেছে শরীয়তপুরের বিভিন্ন ফুল বাগানে।
-
‘রঙ্গন তোমার পূর্ণিমা হাসি..’ শিল্পীর কণ্ঠের এই গানটি শুনলে রঙ্গন ফুলের সৌন্দর্যের কথা মনে পড়ে। আসলেই রঙ্গন ফুল দেখলে মুহূর্তেই মন ভালো হয়ে যায়। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ গার্ডেন থেকে এ ছবিটি তুলেছেন মো. ছগির হোসেন।
-
রঙ্গন ফুল সত্যিই বুঝি পূর্ণিমার চাঁদের মত হাসে। এ হাসিতে মুগ্ধ হয়ে প্রজাপতিরা ছুটে এসেছে। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ গার্ডেন থেকে এ ছবিটি তুলেছেন মো. ছগির হোসেন।
-
রঙ্গন পুষ্পপ্রেমীদের কাছে একটি অতি পরিচিত ফুলের নাম। তাছাড়া সবার কাছে এ ফুলটি খুবই পছন্দের। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ গার্ডেন থেকে এ ছবিটি তুলেছেন মো. ছগির হোসেন।
-
বিভিন্ন অনুষ্ঠানে শোভাবর্ধনকারী পুষ্প হিসেবে রঙ্গন ফুলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশের সর্বত্রই এই ফুলের দেখা পাওয়া যায়। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ গার্ডেন থেকে এ ছবিটি তুলেছেন মো. ছগির হোসেন।
-
রঙ্গন ফুল একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। ঘন সবুজ রঙ্গন গাছে লাল, গোলাপী, হলুদ, কমলা ও সাদা রংয়ের ফুল দেখা যায়। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ গার্ডেন থেকে এ ছবিটি তুলেছেন মো. ছগির হোসেন।
-
রঙ্গন ফুলের সৌন্দর্য সহজেই সবার নজর কাড়ে। রঙ্গন গাছে সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে পর্যায়ক্রমে থোকা থোকা ফুল ফোটে। কিন্তু কোনো কোনো জাতের রঙ্গন বসন্তেও ফোটে। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ গার্ডেন থেকে ছবিটি তুলেছেন মো. ছগির হোসেন
-
বাড়ির ছাদে দুই একটা রঙ্গন গাছের টব থাকলে ছাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ গার্ডেন থেকে এ ছবিটি তুলেছেন মো. ছগির হোসেন।
-
রঙ্গন ফুলের চাষ পদ্ধতি খুই সহজ। কম পরিশ্রমে বাড়ির ছাদে কিংবা গ্রামে উঠোনের কোণে এটি চাষ করা যায়। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ গার্ডেন থেকে এ ছবিটি তুলেছেন মো. ছগির হোসেন।