চীনের বনসাইয়ে সাজানো হচ্ছে বিমানবন্দরের রাস্তা
চীনের বনসাইয়ে সাজানো হচ্ছে বিমানবন্দরের রাস্তা। এই রাস্তার ছবি নিয়ে সাজানো হয়েছে এবারের অ্যালবাম।
-
রাজধানীর বিমানবন্দরের রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য চীন থেকে বনসাই নিয়ে আসা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
চীন থেকে আনা ১২ থেকে ১৫ ফুট উচ্চতার এই বনসাই রাস্তায় শোভা পাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এখন পর্যন্ত ১০০টি বনসাই গাছ লাগানো হয়েছে। গাছগুলোর ডালপালা হলে দেখতে আরো ভালো লাগবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আরো এক হাজারেরও বেশি বনসাইয়ে সাজবে বিমানবন্দরের রাস্তা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বেসরকারি প্রতিষ্ঠান ‘ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ’-এর অর্থায়ন, ডিজাইন ও পরিকল্পনায় রাস্তায় এই গাছ লাগানো হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
জানা গেছে, এই বনাসাইগুলোর বয়স ৫০ বছরেরও বেশি। অনেকেই বসাই লাগিয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধিকে স্বাগত লাগিয়েছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ