মন মাতানো গোলাপ গ্রাম
রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুরের ‘গোলাপ গ্রাম’র ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুরের ‘গোলাপ গ্রাম’ এখন সবার কাছে পরিচিতি লাভ করেছে। ছবি : আব্দুর রাজ্জাক সরকার
-
এখানে এলে গোলাপ রাজ্যে আপনি হারিয়ে যাবেন। মনে হবে গোলাপ আপনাকে স্বাগত জানাচ্ছে। ছবি : আব্দুর রাজ্জাক সরকার
-
গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। দু’পাশে বিস্তীর্ণ গোলাপের বাগান। যতদূর চোখ যায়, শুধু সারি সারি লাল গোলাপ। ছবি : আব্দুর রাজ্জাক সরকার
-
ফুটে থাকা গোলাপের সুগন্ধ আর চোখ জুড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। গোলাপের রাজ্য এই গ্রামের নাম সাদুল্লাপুর। ছবি : আব্দুর রাজ্জাক সরকার
-
অনেকের কাছে এটি ‘গোলাপ গ্রাম’ নামে পরিচিত। লাল টকটকে গোলাপ মাথা নাড়িয়ে দর্শনার্থীদের স্বাগত জানায় এ গ্রামে। ছবি : আব্দুর রাজ্জাক সরকার
-
তুরাগ নদীর তীরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে এই ‘গোলাপ গ্রাম’ সাদুল্লাহপুরের অবস্থান। ছবি : আব্দুর রাজ্জাক সরকার
-
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের প্রায় ৮০ ভাগ লোকের পেশা গোলাপ চাষ। সারা বছর ফুলের চাষ হয় এখানে। ছবি : আব্দুর রাজ্জাক সরকার
-
স্থানীয় গোলাপচাষি জব্বার হোসেন বলেন, গ্রামের অধিকাংশ মানুষের সংসার চলে গোলাপ বিক্রি করে। গোলাপ বিক্রি করে লাভও মোটামুটি সন্তোষজনক। ছবি : আব্দুর রাজ্জাক সরকার
-
জব্বার হোসেন আরো জানান, প্রতিদিন বিকেল হওয়ার একটু আগে থেকে বাগান থেকে গোলাপ ফুল তোলার কাজ শুরু হয়। ছবি : আব্দুর রাজ্জাক সরকার