ডানা ছাড়া উড়তে পারে যেসব প্রাণি
আপডেট: ১১:৩৭ এএম, ২০ এপ্রিল ২০২১
ডানা ছাড়া উড়তে পারে যেসব প্রাণি, সেসব প্রাণির ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
বেলুনিং মাকড়সা : এই প্রজাতির মাকড়সার ডানা না থাকলেও তারা দিব্যি উড়তে পারে।
-
ফ্লাইং স্কুইড : পাখা না থাকলে ফ্লাইং স্কুইড উড়তে পারে। এর ওড়া উড়ি দেখতে সাত্যিই দেখতে অবাক লাগে।
-
ফ্লাইং ফিশ : মাছ উড়তে পারে-এ কথা শুনতে একটু বেমানান লাগে। কিন্তু এই প্রজাতির মাছ আসলেই উড়তে পারে। তবে কিন্তু কোনো ডানা নেই।
-
উড়ন্ত কাঠবেড়ালি : তাহলে কী কাঠবেড়ালি উড়ে উড়ে পেয়ারা খায়!
-
গ্লাইডিং পোসাম : ডানা ছাড়া চোখ বড় বড় করে উড়ছে গ্লাইডিং পোসাম। এর ওড়া উড়ি দেখতে আসলেই ভালো লাগে।
-
ফ্লাইং ফ্যালেনঞ্জার্স : ডানা না থাকলেও এরা রাতের আঁধারে উড়তে পারে।
-
ফ্লাইং লিজার্ড : ফ্লাইং লিজার্ডের রঙিন ডানার মত দেখা গেলেও এটি আসলে ডানা নয়।