‘লাভ রোড’-এ ভালোবাসা নেই!
রাজধানীর তেজগাঁয়ের একটি রাস্তার নাম ‘লাভ রোড’। বিজয় সরণী ওভারব্রীজ হয়ে মগবাজার মহাখালী রাস্তা পার হলইে র্পূবপাশের রাস্তা এটি। জনশ্রুতি রয়েছে এই রাস্তাটির নামকরণ করেছেন দৈনিক ‘যায়াযায়দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান। লাভ রোডে ঢুকে কয়েক কদম হাঁটলেই দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার নান্দনিক ভবনটি চোখে পড়বে।
-
রাজধানীর তেজগাঁয়ের একটি রাস্তার নাম ‘লাভ রোড’। বিজয় সরণী ওভারব্রীজ হয়ে মগবাজার মহাখালী রাস্তা পার হলইে পূর্বপাশের রাস্তা এটি। জনশ্রুতি রয়েছে এই রাস্তাটির নামকরণ করেছেন দৈনিক ‘যায়াযায়দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান। লাভ রোডে ঢুকে কয়েক কদম হাঁটলেই দৈনিক যায়যায়দিন পত্রিকার নান্দনিক ভবনটি চোখে পড়বে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর এই রোডটির নাম লাভ রোড হলেও এখানে ভালোবাসার কোনো চিহ্ন নেই! এই রোডটির নামকরণ হয়েছিল প্রায় এক দশক আগে। এমনকি এটির ‘লাভ রোড’ লেখা নামফলক ভেঙে গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘লাভ রোডের পাশেই দোকান করেন নূর হোসনে। তিনি জাগোনিউজকে বলনে, সবাই ‘লাভ রোড’ নামেই জানি। তবে নামের কোনো চিহ্ন নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর তেজগাঁয়ের একটি রাস্তার নাম ‘লাভ রোড’। বিজয় সরণী ওভারব্রীজ হয়ে মগবাজার মহাখালী রাস্তা পার হলইে র্পূবপাশের রাস্তা এটি। জনশ্রুতি রয়েছে এই রাস্তাটির নামকরণ করেছেন দৈনিক ‘যায়াযায়দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান। লাভ রোডে ঢুকে কয়েক কদম হাঁটলেই দৈনিক যায়যায়দিন পত্রিকার নান্দনিক ভবনটি চোখে পড়বে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর এই রোডটির নাম লাভ রোড হলেও এখানে ভালোবাসার কোনো চিহ্ন নেই! এই রোডটির নামকরণ হয়েছিল প্রায় এক দশক আগে। এমনকি এটির ‘লাভ রোড’ লেখা নামফলক ভেঙে গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ