হলুদ গাঁদার ফুল
গাঁদা ফুলের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
‘হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, এনে এনে দে নইলে...’-প্রেম ও প্রকৃতির পুজারী কবি কাজী নজরুল ইসলাম গাঁদা ফুলের এই ভুবন মোহিনী সৌন্দর্য দেখেই বুঝি এই কবিতা গীতিকবিতা লিখেছিলেন। শরীয়তপুর সদর উপজেলার গার্ডেন থেকে ছবিগুলো তুলেছেন মো. ছগির হোসেন।
-
শীতকালে এই ফুল বেশি ফোটে। আমাদের দেশের সব জেলাতেই এই ফুলের চাষ করা যায়।
-
বিভিন্ন আচার অনুষ্ঠানেও গাঁদা ফুলের ব্যবহার হয়ে থাকে। খুব সহজেই এই গাঁদা চাষ করা যায়।
-
গাঁদা ফুল গোলাপি ও লাল রঙের হয়ে থাকে।
-
গাঁদা ফুল গাছের পাতার রসও গ্রামে-গঞ্জে বিভিন্ন চর্মরোগের ঔষধ হিসেবেও ব্যবহার করা হয়।
-
১৯৯০-এর দশক থেকে গাঁদা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয়।
-
যশোরের গদখালী, ঝিকরগাছা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, গাজীপুর জেলার সদর উপজেলা, চট্টগ্রাম জেলার হাটহাজারী ও পটিয়া, ঢাকা জেলার সাভার এলাকায় অধিক হারে চাষ হয়।
-
কাটা স্থানে গাদা ফুল গাছের রস লাগালে ক্ষত স্থান থেকে রক্ত পরা বন্ধ হয়। গ্রামে এখনও এটি ক্ষতের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে।