সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি
বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
বান্দরবানের নীলগিরির মায়াবী হাতছানি প্রকৃতি-পাগল মনকে প্রবল বেগে আকর্ষণ করেছিল। তাই কর্মব্যস্ত জীবনের শত ব্যস্ততা সত্ত্বেও অনেকেই এখানে ভ্রমণ করতে আসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এখানের প্রকৃতির কারুকাজ হৃদয় ভরে উপভোগ করার আনন্দই আলাদা। এ আনন্দ মনটাকে এনে দেয় চির-সবুজতা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নীলগিরিতে পাহাড়ের গায়ে জুম চাষ পদ্ধতিতে ধান চাষ করছে পাহাড়ি মানুষ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এখানে মেঘ এসে ছুঁয়ে যায় প্রকৃতির বুক। বন-পাহাড়ে বিশাল বিস্তৃতরূপ মানব মনকে করে তুলে উদার, মহান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি বান্দরবান জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বান্দরবান থানছি সড়ক পথে অবস্থিত। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নীলগিরির এপ্রকৃতি সবাইকে মুগ্ধ করবে। এখানে এলে সবার ক্লান্তি দূর হয়ে যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নীলগিরির নৈসর্গিক সৌন্দর্য দেখে ভ্রমণ পিপাসুরা অভিভূত হয়ে যাবে। মায়ায় জড়ানো। স্বপ্নমাখা এ প্রকৃতি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এখানে আকাশের রং এতটাই সুন্দর নীল যে, দুচোখ ভরে যাবে স্বপ্নীল স্নিগ্ধপ্রলেপে। নীল আকাশ সত্যিই অপূর্ব নীল। ছবি : বিপ্লব দিক্ষিৎ