শরতে ফুটেছে কাশফুল
আপডেট: ০৩:৫৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৯
শরতে ফুটেছে সাদা কাশফুল নিয়ে এ অ্যালবাম সাজানো হয়েছে।
-
এসেছে শরৎ জেগেছে কাশফুল। বাংলাদেশে ছয় ঋতুর মধ্যে শরৎ আসলেই নদীর ধারে কাশফুল দেখা যায়। শরীয়তপুর থেকে কাশফুলের ছবি পাঠিয়েছেন মো. ছগির হোসেন।
-
সাদা কাশফুল দেখতে অনেক সুন্দর। শরীয়তপুর জেলার ৬টি উপজেলাতেই শরৎ এলে কাশফুল ফোটে। শরীয়তপুর সদর, জাজিরা, ও গোসাইরহাট উপজেলায় কাশফুল বেশি দেখা যায়। ছবি : মো. ছগির হোসেন।
-
শরতের কাশফুল দেখলে চোখ দুটো নিমেষেই জুড়িয়ে যায়। ছবি : মো. ছগির হোসেন।
-
শরৎ ঋতুর মধ্যে শিশুর একটা ভাব রয়েছে বলে প্রচলিত আছে। সাদা কাশফুল শরতের শিশু ভাবকে আরও বাড়িয়ে দেয়। ছবি : মো. ছগির হোসেন।
-
আকাশের সঙ্গে যেন কাশফুলের চূড়া মিশে গেছে। এই সৌন্দর্য দেখতে বড়ই মনোহর। ছবি : মো. ছগির হোসেন।
-
শরতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি লেখেন কবিতা, শিল্পী এঁকে যান নয়ন জুড়ানো ছবি। ছবি : মো. ছগির হোসেন।