শরীয়তপুরে পদ্মার ভাঙন
শরীয়তপুরের পদ্মার ভাঙন নিয়ে এ অ্যালবাম সাজানো হয়েছে।
-
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের ৯টি গ্রামের মধ্যে ৭টি গ্রাম পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ছবি : মো. ছগির হোসেন।
-
এবার কুন্ডেরচর ইউনিয়নের কলমির চর রিয়াজ উদ্দিন মাদবরের কান্দি ও বেপারী কান্দি এ দুটি গ্রামও পদ্মার ভাঙনের কবলে পড়েছে। ছবি : মো. ছগির হোসেন।
-
এবার কুন্ডেরচর ইউনিয়নের কলমির চর রিয়াজ উদ্দিন মাদবরের কান্দি ও বেপারী কান্দি এ দুটি গ্রামও পদ্মার ভাঙনের কবলে পড়েছে। ছবি : মো. ছগির হোসেন।
-
নিজেদের বসতভিটা চোখের সামনেই পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। দুশ্চিন্তায় পড়েছেন পদ্মা পাড়ের হাজার হাজার মানুষ। ছবি : মো. ছগির হোসেন।
-
সর্বগ্রাসী পদ্মার ভাঙন কিছুতেই থামছে না। এভাবেই পদ্মার বুকে বিলীন হচ্ছে সবুজ মাঠ-ঘাট। ছবি : মোঃ ছগির হোসেন।
-
কুন্ডেরচর ইউনিয়নে ১০হাজার লোক বসবাস করতো। তিন বছর আগেও এই ইউনিয়নটি ছিলো অন্য ইউনিয়নগুলোর মতই। তিন বছরের ভাঙনে কুন্ডেরচর ইউনিয়নটির ৯০ ভাগ পদ্মা নদীর গর্ভে হারিয়ে গেছে। ছবি : মো. ছগির হোসেন।
-
চোখের সামনে ভাঙছে এই বৃদ্ধের চিরচেনা সতেজ ভূমি। নিমেষেই পায়ের তলার মাটি নদীতে পরিণত হয়ে যাচ্ছে। ছবি : মো. ছগির হোসেন।
-
ঘর-বাড়ি ভেঙে যাওয়ায় এখানকার পরিবারগুলো অন্যত্র বাসা বেঁধেছে। কুন্ডেরচর ইউনিয়নটি এখন পদ্মা নদী। ছবি : মো. ছগির হোসেন।