ফাগুয়ার রঙে মাতোয়ারা চা শ্রমিকরা
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৭ মার্চ ২০২৫
আপডেট: ১১:৪৬ এএম, ১৭ মার্চ ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা বাগানগুলো এখন উৎসবের রঙে রঙিন। বাগানে বাগানে চা-শ্রমিকেরা ফাগুয়ার রঙে মাতোয়ারা। ছবি: ওমর ফারুক নাঈম
-
ফাগুয়া উৎসব চা শ্রমিকদের অন্যতম বড় উৎসব। নাচ, গান, রঙ খেলাসহ নানা আয়োজনে এ উৎসব চলবে সপ্তাহব্যাপী।
-
চা বাগানের শ্রমিক কলোনির অলিতে গলিতে নানান রঙের দাগ। ছোট ছোট শিশুরা সারা গায়ে রঙ মেখে ঘুরে বেড়াচ্ছে।
-
হাতে রঙ নিয়ে ঘুরছে সবাই। বড়রাও বসে নেই। একে অন্যের গায়ে রং মাখিয়ে উৎসবের শুভেচ্ছা বিনিময় করছেন।
-
চা বাগানের বাড়ি বাড়ি ঘুরে ঐতিহ্যবাহী কাঠিনৃত্য পরিবেশন করছে চা কাঠি নৃত্যের দল।
-
রাধাকৃষ্ণ বন্দনায় গুপিরা নানান গানে মাতিয়ে তুলছেন কাঠিনৃত্য।