ধনিয়ায় সমৃদ্ধির স্বপ্ন শরীয়তপুরের কৃষকদের
মসলা জাতীয় ফসল ধনিয়া চাষে শরীয়তপুরের সুনাম দীর্ঘদিনের। বাজারে ধনিয়ার কদর থাকায় কয়েক বছর ধরে জেলাজুড়ে বাড়ছে আবাদ। ছবি: বিধান মজুমদার অনি
-
উৎপাদন খরচ কম আর দাম ভালো পাওয়ায় দিন দিন কৃষকেরাও ঝুঁকছেন চাষে।
-
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শরীয়তপুরে রবিশস্য হিসেবে ব্যাপক সাড়া ফেলছে মসলা জাতীয় ফসল ধনিয়া।
-
উৎপাদন খরচ কিছুটা কম এবং বাজারে চড়া মূল্য হওয়ায় কয়েক বছর ধরে এ অঞ্চলের কৃষকেরা ঝুঁকছেন ধনিয়া চাষে। এতে দিন দিন বাড়ছে ধনিয়া চাষের কৃষিজমি।
-
চলতি মৌসুমে জেলায় ধনিয়া আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৫৬ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৬ হাজার ২৮০ হেক্টর জমিতে।
-
মাঠ এখন ধনিয়া ফুলের সাদা চাদরে আবৃত।
-
ধনিয়া ফুলের মিষ্টি গন্ধে ছুটে আসছে মৌমাছিরা।
-
জেলার বিভিন্ন এলাকায় এখন শুধু চাষ হচ্ছে ধনিয়া।
-
পরিচর্যায় ব্যস্ত কৃষক।
-
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বেশ ভালো ফলন হয়েছে।
-
বাজারমূল্য ভালো থাকায় চড়া দামে বিক্রির আশা কৃষকদের।